বৃহস্পতিবার (১৫ আগস্ট)সকাল থেকে জেলার বেশ কয়েকটি থানা পরিদর্শন করেন সেনাবাহিনীর সদস্যরা। দুপুর ১:৪৫ মিনিটে বন্দর থানা পরিদর্শনে আসেন ৭ ফিল্ড রেজিমেন্টের (আর্টিলারী) অধিনায়ক লে.কর্ণেল আতিকুর রহমান। এসময় সঙ্গে ছিলেন মেজর আশরাফ ও মেজর আরমিন রাব্বি সহ সেনা সদস্যরা।
পরিদর্শন কালে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা সহ অন্যান্য অফিসার ফোর্সের সঙ্গে কথা বলেন এবং পুলিশি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এর আগে নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানা পরিদর্শন করেন সেনা সদস্যরা। এসময় ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বন্দর প্রেস ক্লাবের নেতা মাহফুজ আলম জাহিদ তাঁদের সঙ্গে ছিলেন।
পুলিশের মনোবল ফিরিয়ে আনতে জনসাধারণকে কাঙ্ক্ষিত সেবা প্রদানের মাধ্যমে আস্থা অর্জন করতে হবে বলে জানান লে.কর্ণেল আতিক। ইতিমধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে উল্লেখ করে তিনি সকলের সমন্বিত প্রচেষ্টায় দ্রুতই সবকিছু আরও স্বাভাবিক হবে বলে জানান।