শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

সেই ব্যাটারি কারখানা উচ্ছেদের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বন্দর
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে পরিবেশ দূষণকারী একটি ব্যাটারি কারখানা উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে বন্দর থানার ২৫ নং ওয়ার্ড বন্দরের লক্ষণখোলা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা মহিউদ্দিন, জাহাঙ্গীর আহমেদ মেম্বার, কামরুল হাসান চুন্নু, মোতালেব হোসেন মেম্বার, তারা মিয়া , আক্তার হোসেন, ফজলুল হক, আনিসুর রহমান টুলু, ফারুক হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

এ ব্যাপারে ডংজিলংজিভিটি ব্যাটারি কারখানা কর্তৃপক্ষ জানান, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে অচিরেই কারখানাটি অন্যত্র সরিয়ে নেওয়ার চিন্তা ভাবনা চলছে। তবে কারখানার পশ্চিম দিকের ইউনিটটি শুধু প্যাকেজিংয়ের কাজে ব্যবহার করা হবে।

উল্লেখ্য, শিক্ষার্থী ও এলাকাবাসীর আন্দোলনের মুখে গত বৃহস্পতিবার বন্দরের লক্ষণখোলায় অবস্থিত ডংজি লংজিভিটি নামে চীনা মালিকানাধীন ব্যাটারী কারখানাটি বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার রাতে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এএইচএম রাসেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কারখানায় এসে পরিবেশ দূষণের প্রমাণ পেয়ে কর্তৃপক্ষের কাছে কারখানা বন্ধের নোটিশ প্রদান করেন। পরে কারখানার গেইটের সামনে বন্ধের নোটিশ সাটিয়ে দেয় পরিবেশ অধিদপ্তর। ###

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102