শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন

পলাতক এমপি বাবুর ভাইসহ ৬ জনকে পুলিশে দিলো জনতা

নগর প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আওয়ামী লীগ সরকারের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর ভাইসহ  ৬ জনকে আটক করে ‘ছাত্রলীগ আখ্যা দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। তবে, প্রাথমিক তদন্তে তাদের চারজনের সাথে আওয়ামী লীগ বা দলটির সহযোগী সংগঠনের কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তাদেরকে ছেড়ে দিয়েছে পুলিশ।

জাতীয় সংসদের সাবেক হুইপ ও নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর খালাতো ভাই, আড়াই হাজার উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বারেক ভূঁইয়াকে দুটি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, চাষাঢ়া শহীদ মিনারে ছাত্রলীগ নেতাকর্মী সন্দেহে কয়েকজন যুবককে আটক করে স্থানীয় যুবকরা। পরে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে তাদের জেরা করা হয়। এক পর্যায়ে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নাসির উদ্দিন আহমদ বলেন, ছাত্রলীগ সন্দেহে ৬ জনকে আটক করা হয়। তবে যাচাই-বাছাই শেষে আড়াইহাজার উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বারেক ভূঁইয়াকে আটক করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর খালাতো ভাই। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ২টি মামলা আছে। এ ছাড়া বাকি ৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে সোনালী ব্যাংকে কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষার্থী রয়েছেন।

তিনি বলেন, ইতোমধ্যে আড়াইহাজার উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বারেক ভূঁইয়াকে ২টি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

ওই ব্যক্তিরা এখনও সদর মডেল থানায় পুলিশি হেফাজতে রয়েছেন বলে জানান ওসি নাছির।

তিনি বলেন, ‘ছাত্রলীগ সন্দেহে পাঁচজনকে শহীদ মিনারে ছাত্র-জনতা আটক করেছে খবর পেয়ে সেখানে যাই। পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে বিবেচনা করে তাদের হেফাজতে নিয়ে থানায় আসি। প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে জানা গেছে, তাদের মধ্যে চারজন আওয়ামী লীগ বা দলটির কোনো সংগঠনের সাথে জড়িত নন। তারা সকলেই ইনডিভিজ্যুয়াল হিসেবে শহীদ মিনারে গিয়েছিলেন। সন্দেহের বশে তাদের আটক করা হয়।’

তবে, একজন ব্যক্তির সাথে যুবলীগের রাজনীতির সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। সে যুবলীগের একটি শাখা কমিটির পদেও রয়েছে। তার বিষয়ে আরও যাচাই-বাছাই চলছে বলে জানান ওসি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102