নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুশ কুমার মজুমদার বলেছেন, কোন ঘটনায় ডারেক্ট বা ইনডাইরেক্ট আমাদের দিকে চলে আসে। সবকিছুতেই পুলিশ। ভালো হলেও পুলিশকে গালি দিবে খারাপ হলেও গালি দিবে। আমি যখন নারায়ণগঞ্জ এসেছিলাম, তখন নারায়ণগঞ্জে যানজট ছিলো একটা মূখ্য বিষয়। আমি এটা নিয়ে কথা বলেছি।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যলয়ে যানজট নিরসন বিষয়ে এক সভায় তিনি এসব কথা বলেন।
এসপি প্রত্যুশ কুমার মজুমদার বলেন, ৫ আগস্টের পর আমাদের একটা দিয়েছে, সেটা হলো সবাই আন্দোলনমুখী হয়ে গেছে। আমরা এখন কিছু বলতে গেলেই সাথে সাথে আন্দোলনে চলে যায়। পুলিশ নিয়ে খারাপ ২টা অভিযোগ হলো পুলিশ খারাপ ব্যবহার করেছে ও পুলিশ চাঁদাবাজি করছে। আমি চ্যালেঞ্জ করে বললাম, আমাদের পুলিশের কাউকে যদি হাতে নাতে চাঁদা দেখাতে পারেন, আমি যদি তাকে সাসপেন্ড করে বাড়ি না পাঠাতে পারি তাহলে আমি এসপি গিরি ছেড়ে দিবো। আমরা যে যেখানে থাকি, আমাদের মানষিকতা পরিবর্তন করতে হবে।
তিনি বলেন, আপনারা সবাই এগিয়ে যান আমি এসপি আপনাদের সাথে থাকবো। কেউ কেউ বলে পুলিশ চাইলেই ফুটপাত উচ্ছেদ করে দিতে পারে। এই নারায়ণগঞ্জে ১ দেড় কোটি মানুষের জন্য মাত্র ১৮শ’ পুলিশ। অথচ ঢাকা সিটি কর্পোরেশনে ৩৫শ’ পুলিশ। ১৮শ’ পুলিশ দিয়ে হিমশিম খাচ্ছি। আমি নারায়ণগঞ্জে আসার পর ৫৫জন ট্রাফিকে এড করেছি। অনেক কিছুই বলা যায় কিন্তু বাস্তবে করা আসলে কঠিন। এর মধ্যেও আমাদের যে পুলিশ আছে তা দিয়ে আমরা আপনাদের সর্বোচ্চ সেবা দিবো। পুলিশ যদি বৈধ কাজ করে, অন্যায়ের কাজে জরিমানা করে। তাহলে আপনারা দয়া করে বাধা দিবেনা, এই কথা আপনাদের দিতে হবে। নারায়ণগঞ্জে রাস্তা গুলো ভালো না, সেটা নিয়ে আপনারা কথা বলেন। কিন্তু না, আপনারা পুলিশকে দোষারোপ করেন।