সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

আদালতে ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি রাশিয়ার, উদ্বেগ প্রকাশ আইসিসির

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৪৮৫ বার পড়া হয়েছে
??????????? ????? ?????

যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ভেতর ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিয়েছে রাশিয়া।

সোমবার (২০ মার্চ) এক টুইট বার্তায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে আইসিসিতে আঘাত হানার হুমকি দেন দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।

তিনি টুইটে বলেন, ‘সাগরে অবস্থানরত রাশিয়ার যুদ্ধজাহাজ থেকে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হেগের আদালত ভবনের ভেতর আঘাত করেছে,এটি চিন্তা করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘সবাই সৃষ্টিকর্তা ও রকেটের অধীনে আছে, সাবধানতার সঙ্গে আকাশের দিকে তাকান।’

রাশিয়ার এই হুমকির পর নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। সংস্থাটি জানিয়েছে, তারা এসব ‘হুমকিতে চিন্তিত।’

এদিকে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জেরে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খান ও বিচারকদের বিরুদ্ধে মামলাও করেছে রাশিয়া।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102