সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

প্রথম আলোয় ‘ভিত্তিহীন-উদ্দেশ্যমূলক’ সংবাদের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ২০৩ বার পড়া হয়েছে

সম্প্রতি দৈনিক প্রথম আলোয় যেভাবে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশন করে রাষ্ট্র এবং জাতির ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করা হয়েছে তার নিন্দা-প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সম্পাদক ফোরাম।

শুক্রবার (৩১ মার্চ) ফোরামের পক্ষে প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আহ্বায়ক রফিকুল ইসলাম রতন ও সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদার সই করা এক বার্তায় সংগঠনটির অবস্থান স্পষ্ট করা হয়।

সম্পাদক ফোরাম বলছে, গণতন্ত্রের জন্য স্বাধীন গণমাধ্যম ভূমিকা অপরিহার্য। অবশ্যই পত্রিকাটির যে কোনো সংবাদ পরিবেশনের অধিকার আছে। কিন্তু গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার নামে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশন স্বাধীন সাংবাদিকতার নীতিমালা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিপন্থি, নিন্দনীয় ও অপরাধমূলক কাজ। এ ব্যাপারে সুনির্দিষ্ট মামলা হতে পারে।

তবে, কোনো সাংবাদিককে রাতের আঁধারে আইন-শৃঙ্খলারক্ষাবাহিনী তুলে নেবে, তা সমর্থনযোগ্য নয় জানিয়ে ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে রাষ্ট্র-জাতির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সম্পাদক ফোরাম।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102