রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন

রান্নাঘরে অসংগতি, পোর্ট ডান্ডিসহ ৪ রেষ্টুরেন্টকে জরিমানা

নগর প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১৬২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে ইফতার বাজার মনিটরিং করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ। এসময় ৪টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শহরের চাষাড়া বালুর মাঠ ও নিতাইগঞ্জে এ অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের ইফতার তৈরীর পরিবেশ দেখতে রান্নাঘর গুলো পরির্দশনের সময় নানান অসংগতির অভিযোগে ভোক্তা আইনের বিভিন্ন ধারায় ৩টি খাবারের প্রতিষ্ঠান ও মূল্য তালিকা প্রদর্শন না করায় একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান।

এসময় জাতীয় গোয়েন্দা সংস্থা, নারায়ণগঞ্জ;র একটি টিম সহায়তা করেন। উপস্থিত ছিলেন, বাজার কর্মকর্তা ও ক্যাব, নারায়ণগঞ্জ’র প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন।

মো: সেলিমুজ্জামান জানান, ইফতার বাজার মনিটরিংয়ের সময় চাষাড়া বালুর মাঠ এলাকায় পোর্ট ডান্ডি রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা, বøু পেয়ার রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা ও রয়েল রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং নিতাইগঞ্জে পারফেক্ট মসল্লা স্টোরকে ৩৮ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় চাষাড়ায় টিউলিপ রেস্টুরেন্টকে সতর্ক করা হয়।

এছাড়া নিতাইগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শণ আছে কিনা তা মনিটরিং করা হয়। পুরো রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102