সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে বিএনপির কারামুক্তদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ
  • প্রকাশের সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৭৪২ বার পড়া হয়েছে

সোনারগাঁও থানা বিএনপির সদ্য কারামুক্ত সহ-সভাপতি রফিকুল ইসলাম ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁও থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

শনিবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নে মেঘনা শিল্পাঞ্চলের প্রতাপের চর এলাকায় আজহারুল ইসলাম মান্নান তার নিজ বাড়িতে সদ্য কারামুক্ত এই দুই নেতাকে সংবর্ধনা দেন।

সদ্য কারামুক্ত নেতা রফিকুল ইসলাম বিডিআর ও সাদিকুর রহমান সেন্টু সোনারগাঁ থানা বিএনপির কর্ণধার আজহারুল ইসলাম মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে বিএনপির সকল আন্দোলন সংগ্রামে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় আজহারুল ইসলাম মান্নান বলেন, আমাদের নেতাকর্মীদের নামে বর্তমান অবৈধ সরকার অগণিত মামলা দিয়ে কোনঠাসা করে রাখতে চাইছে। তাই কোন মামলার বর্ননা দিতে চাইনা। শুধু এইটুকু বলতে চাই, মামলা হামলা করে শহীদ জিয়ার সৈনিকদের দমানো যাবেন। তিনি বলেন, আমাদের আন্দোলন-সংগ্রাম গণতন্ত্রকে পুনরুদ্ধার করার অঙ্গীকার।

সংবর্ধনা অনুষ্ঠানে পৌর বিএনপিসহ সোনারগাঁ থানা, পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102