সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

ডিবি পুলিশকে বাড়ি চিনিয়ে দেয়ায়….

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ
  • প্রকাশের সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৫৫৫ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে ডিবি পুলিশকে মাদক ব্যবসায়ীর বাড়ি চিনিয়ে দেয়ায় এক মাদরাসা ছাত্রকে কুপিয়ে-পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদরাসা ছাত্রের বড় ভাই মো. নাজমুল খান শান্ত বাদী হয়ে সোমবার (৩ এপ্রিল) দুপুরে সোনারগাঁ থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিস এলাকায় চার-পাঁচ দিন আগে নারায়ণগঞ্জ গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ওই এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় দরুদ খানের ছেলে মাদরাসা ছাত্র সিয়াম রাস্তা দিয়ে যাচ্ছিল।

তাকে পুলিশ মাদক কারবারি মামুনের বাড়ি চিনিয়ে দিতে অনুরোধ জানায়। ওই ছাত্র মাদক কারবারির বাড়ি চিনিয়ে দেয়। পুলিশ অভিযান চালিয়ে মামুনকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করে।

এতে ওই মাদরাসা ছাত্রের ওপর ক্ষিপ্ত হন মাদক ব্যবসায়ী মামুনের সহযোগীরা। গত তিনদিনে কয়েক দফায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। রোববার রাতে বাড়ি চিনিস আফিয়া সিএনজি পাম্পের সামনে ওই এলাকারই এসকে সজিবের নেতৃত্বে সুমন, হৃদয়, অনিক, দিহান, মাসুদ, রাব্বীসহ পাঁচ-সাত জনের একটি দল ধারালো চাপাতি, লোহার রড, রামদা, চাকু ও লাঠিসোটা নিয়ে সিয়ামের ওপর হামলা চালায়। তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত এসকে সজিবের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, মাদরাসা ছাত্রকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102