এবার সারাদেশের জেলা পরিষদ চেয়ারম্যানদের নেতা নির্বাচিত হলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল। বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন এর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে তাকে। কমিটিতে সভাপতি হয়েছেন চট্টগ্রামের এটিএম পেয়ারুল ইসলাম আর সাধারণ সম্পাদক মাদারীপুরের মুনির চৌধুরী।
বুধবার (৫ এপ্রিল) রাজধানী বনানীতে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে কমিটি প্রকাশ করা হয়। কমিটির সহ-সভাপতি নেত্রকোনার বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার, প্রধান উপদেষ্টা মুন্সিগঞ্জের মো. মহিউদ্দিন।
উপদেষ্টা করা হয়েছে সাবেক মন্ত্রী সিরাজগঞ্জের আবদুল লতিফ বিশ্বাস, খুলনার শেখ হারুনুর রশীদ, কুড়িগ্রামের জাফর আলী, ঢাকার মো. মাহাবুবুর রহমান, গাজীপুরের মোতাহের হোসেন মোল্লা, মানিগঞ্জের গোলাম মহিউদ্দিন, শরীয়তপুরের মো. সাবেদুর রহমান।
এছাড়া সদস্য হয়েছেন হবিগঞ্জের ডা. মুশফিকুর রহমান, জামালপুরের বাকীবিল্লাহ, নরসিংদীর মুনির হোসেন ভূঁইয়া, বি.বাড়িয়ার আবদুল মান্নান সরকার, কুমিল্লার মফিজুর রহমান বাবলু, পাবনার আ.স.ম. আবদুর রহিম পাপন, গোপালগঞ্জের আতিয়ার রহমান, কক্সবাজারের শাহিনুর হক মার্শাল, পিরোজপুরের সালমা রহমান হ্যাপী, গাইবান্ধার আবু বক্কর সিদ্দিক, রংপুরের মোসাদ্দেক হোসেন বাবলু, মেহেরপুরের আবদুস সালাম, মাগুরার পংকজ কুমার কুন্ডু, লক্ষিপুরের মো. শাহজাহান, চাঁদপুরের গণি পাটোয়ারী ও যশোরের সাইফুজ্জামান পিকলু।