রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন

বন্দর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি কমল খান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক, বন্দর
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৪৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দর প্রেসক্লাব-এর কার্যনিবার্হী পরিষদ (২০২৩-২৫) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মাত্র ২৩ ভোটের কঠিন সমীকরণে মাত্র ১ ভোটে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন সিদ্দিকী। অপরদিকে সমান ভোটে ব্যবধানে লটারী মাধ্যমে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মামুন মিয়া। সবোর্চ্চ ২০ ভোট পেয়ে আরেক সহ-সভাপতি হয়েছেন মেহেবুব মিয়া।

১ মে সোমবার সকাল ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত বন্দর প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন দৈনিক ইত্তেফাক-এর স্টাফ রিপোর্টার ও দৈনিক ডান্ডিবার্তা’র সম্পাদক প্রকাশক হাবিবুর রহমান বাদল, নির্বাচন কমিশনার বন্দর উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবু জাফর, বিএম ইউনিয়ন স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমান ও সাংবাদিক কবির হোসেন।

২৩ ভোটের মাধ্যমে নির্বাচনের ভোট গ্রহণ সম্পূর্ণ করা হলে দুপুর সাড়ে ১২টায় ভোট গণণা শুরু করে নির্বাচন কমিশনাররা। এ সময় সহ-সভাপতি পদে মেহেবুব মিয়া ২০ ভোট এবং মোঃ মামুন মিয়া ও মাহফুজুল রহমান জাহিদ ১২ ভোট করে পান। এ সময় প্রার্থীদের সম্মতি ও গঠনতন্ত্র নিয়ম অনুযাী লটারী করা হলে মোঃ মামুন মিয়া বিজয়ী হন। এদিকে সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন সিদ্দিকী ৯ ভোট, নুরুজ্জামান মোল্লা ৮ ভোট ও নাসির উদ্দিন ৬ ভোট পেলে মহিউদ্দিন সিদ্দিকীকে বিজয়ী ঘোষনা করা হয়। অপরদিকে সহ-সাধারণ সম্পাদক জি এম সুমন ১৩ ভোট ও আরিফ হোসেন কনক ১০ ভোট পেলে জি এম সুমনকে নির্বাচিত ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুর রহমান বাদল।

এর আগে ২৮ এপ্রিল মনোয়নপত্র বৈধ ও একক প্রার্থী হওয়ায় সভাপতি মোবারক হোসেন কমল খান, অর্থ সম্পাদক মেহেদী হাসান সজীব, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, প্রচার সম্পাদক শাহজামাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হৃদয় আহম্মেদ জয়, কার্যকরি সদস্য শাহ আলী মোঃ পিন্টু খান, ইমরান মৃধা ও দিন ইসলাম দিপুকে বিজয়ী ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার।

প্রধান নির্বাচন কমিশনার হাবিবুর রহমান বাদল বলেন, সুন্দর ও সুষ্ঠ পরিবেশে ভোট গ্রহণ ও বিজয়ীদের নাম ঘোষনা করা হয়েছে। সকল সদস্যদের মধ্যে নির্বাচনের আমেজ দেখা গিয়েছে। জয় পরাজয় থাকবে নির্বাচনে, নির্বাচন শেষ সকল অবসানও শেষ হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102