রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৬ দিন চিকিৎসার পর মারা গেলেন কামাল পাশা টিটু (৪০) নামের এক যুবক। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিহত কামাল নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর কাশিপুর এলাকার বাসিন্দা।
এর আগে, ২৯ জুলাই সকালে ফতুল্লার কাশিপুরে মুসকান মোটরস নামে ব্যাটারিচালিত অটোরিকশার শো-রুমে এক বিস্ফোরণে নিহত কামালসহ ১৭ জন আহত হন।
আহতদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত অবস্থায় ৭ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করেন চিকিৎসক।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কামাল পাশা টিটুর বড় ভাইয়ের ছেলে তালহা। তিনি জানান, বিস্ফোরণের পর তার চাচা কামাল পাশা আইসিইউতে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরে আযম মিয়া জানান, কাশিপুরের মুসকান মোটরসে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার সকালে ১ জনের মৃত্যু হয়।