শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন

শিশুদের খেলা করা নিয়ে বিতর্ক, প্রতিবেশীর কোপে গৃহবধূ খুন

নিজস্ব প্রতিবেদক, বন্দর
  • প্রকাশের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৩৩৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে প্রতিবেশীর কোদালের কোপে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার (৪ অক্টোবর) বিকেলে নবীগঞ্জ শান্তিরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম সাবিনা আক্তার পান্না (২৮)। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দর থানার নবীগঞ্জ শান্তিরবাগ টি হোসেন গার্ডেন সংলগ্ন রাজিব মিয়ার শিশু ছেলেসহ অন্যান্য শিশুরা পার্শ্ববর্তী মোশারফ মিয়ার বাড়িতে খেলা করছিল। এতে ওই বাড়ির ভাড়াটিয়া আব্দুর রহমান উত্তেজিত হয়ে শিশুদের গালিগালাজ শুরু করেন। এসময় রাজিব মিয়ার স্ত্রী পান্না ভাড়াটিয়ার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে আব্দুর রহমান কোদাল দিয়ে গৃহবধূর মাথায় আঘাত করলে ঘটনাস্থালেই সে মারা যায়।

বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত নারীর সুরতহাল প্রস্তুত করে লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যার পরপরই আব্দুর রহমান পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102