সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর কারাদণ্ড

আদালত প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৪৬০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে নাজমুল হোসেন (৩০) নামে এক যুবকের ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে অস্ত্র মামলায় ১০ বছর এবং একই মামলার অন্য একটি ধারায় আরও ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালত আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন শহরের মিশনপাড়া এলাকার সলিমুল্লাহ রোডের বাসিন্দা। একই মামলায় আল আমিন নামে আরেক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৪ সালের ২৪ নভেম্বর নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকা থেকে নাজমুলকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলার বিচার কার্যক্রম শেষে আসামির উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102