শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

ভাড়া ফ্ল্যাটে জাল টাকার ফ্যাক্টরী, গ্রেপ্তার-৩

নগর প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১২২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ জাল টাকা ও তৈরির মেশিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৭ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসপি গোলাম মোস্তফা রাসেল।

তিনি বলেন, অভিযানে জালনোট ছাপানোর সরঞ্জাম ও জাল সাত লাখ ৮০ হাজার টাকা, একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, জালনোট তৈরির তিনটি ডাইস, দুইটি জালনোট তৈরির গ্লাস, এককেজি ট্রেসিং পেপার, ৪টি পেপার ২৫০ পেজ ও জাল নোট ছাপানোর প্রিন্টারে ব্যবহারের বিভিন্ন রংয়ের কালি উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তাকৃতরা হলো ফেনীর আকরামপুর এলাকার মৃত আবু তালেবের ছেলে মো. আলমগীর হোসেন (৩৪), চাঁদপুরের ফরিদগঞ্জের মৃত আব্দুর রশিদের ছেলে মো. রাসেল (৩২) ও কুড়িগ্রামের নাগেশ্বরীর আজিজ রহমানের ছেলে মো. রুবেল ইসলাম হৃদয়(২০)।

পুলিশ সুপার আরও জানান, শুক্রবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার আব্দুল আজিজ মোল্লার ভাড়াবাড়ীর ৪র্থ তলায় অভিযান চালিয়ে তিনজন আসামিকে জাল নোট প্রস্তুত করা অবস্থায় গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানায়, জাল নোট প্রস্তুত করে বিভিন্ন উৎসবসহ (ঈদ, পূজা, পহেলা বৈশাখ) বিভিন্ন সময় ঢাকাসহ আশপাশের সব জেলায় বিক্রি করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102