নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, ‘আমাদের দেশের সরকার চায় আমেরিকার সমর্থন। সে কী করে ফিলিস্তিনের পক্ষে কথা বলবে? স্বাভাবিকভাবেই তাদের মনে প্রশ্ন ফিলিস্তিনের পক্ষ নিলে যদি দাদা নারাজ হয়ে যাবে। যদি কেয়ামতের ময়দানে নবীর উম্মত হিসেবে নিজের পরিচয় দিতে চাও, তাহলে ইসলামের পক্ষে চলে আসো। নাহলে নবীর উম্মতের কাতারে তোমার নাম থাকবে না।
শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুম্মা নগরীর ডিআইটি মসজিদের সামনে মুক্ত আল-আকসা ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি সংহতি প্রকাশ ও ইসরায়েলী আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
আবদুল আউয়াল আরও বলেন, মুসলমানদের পক্ষে কাজ করতে ব্যর্থ হলে মুসলমানেরাই তোমাকে গদি থেকে টেনে নামিয়ে দেবে। আগামীকাল বায়তুল মোকাররম থেকে সংহতি মিছিল হবে। ইসলামের জন্য কথা বলতে গিয়ে এই নেতারা কারা নির্যাতিত হয়েছেন। জেলখানায় আমাদের নেতাকর্মীদের ওপর নির্যাতন চলছে সেটি মামুনুল হককে দেখলেই আমরা বুঝতে পারি। আলেমদের নির্যাতন করে কেউ টিকতে পারেনি। আমি আবেদন জানাবো, তাদের সবাইকে মুক্তি দিন।
মহানগর হেফাজতের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমির আতিকুর রহমান নান্নু মুন্সি, জেলা হেফাজত ইসলামীর সহ-সভাপতি মুফতি বশিরুল্লাহ, মহানগর হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ, সহ-সভাপতি মুফতি মাহমুদ হাসান প্রমুখ বক্তব্য রাখেন।