শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

শহরে যুক্ত হলো বিচ্ছিন্ন আলীরটেক

নগর প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৬৪ বার পড়া হয়েছে

বহুল প্রতিক্ষিত ফেরী উদ্বোধনের মধ্যদিয়ে বিচ্ছিন্ন আলীরটেক যুক্ত হলো নারায়ণগঞ্জ সদরের সাথে। শনিবার (১৪ অক্টোবর) ডিগ্রিরচর ঘাটে আনুষ্ঠানিকভাবে ফেরী সার্ভিস উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান।

স্থানীয়রা জানায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নবাসীর দীর্ঘদিনের চাহিদা ছিল ফেরি। ফেরি না থাকায় প্রতিদিনই ইউনিয়নের হাজার হাজার বাসিন্দাদের ডিক্রিরচর থেকে ধলেশ্বরী নদী পাড়ি দিয়ে আলীরটেকে যাতায়াত করতে হতো। ফলে তাদেরকে নানা দুর্ভোগের শিকার হতে হতো। অবশেষে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের প্রচেষ্টায় সেই দুর্ভোগের অবসান হয়েছে। ধলেশ্বরীতে ভেসেছে ফেরি। যার মাধ্যমে কোনো রকমের ভোগান্তি ছাড়াই ইউনিয়নের হাজার হাজার বাসিন্দা যাতায়াত করতে পারবেন। সেই সাথে আগামী মেয়াদে হয়তো তারা ব্রীজেরও দেখা পেয়ে যেতে পারেন।

আলীরটেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সড়ক ও জনপথ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এব্যাপারে জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, আলীরটেক ইউনিয়নবাসী অনেকটাই বিচ্ছিন্ন ছিল। ফেরির মাধ্যমে তাদের এই যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়েছে। এটা শুধু স্থানীয়ভাবেই নয় জাতীয়ভাবেও যোগাযোগের মাধ্যম সহজ হয়ে যাবে। প্রাথমিক পর্যায়ে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দুইটি ফেরি চলবে। পরবর্তীতে প্রয়োজনবোধে অন্য ব্যবস্থা নেয়া হবে।

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, আলীরটেক হবে সুন্দর পর্যটন এলাকা। আপনারা কেউ জায়গা বিক্রি করবেন না। জায়গা বিক্রি করলে কিন্তু পরে আফসোস করবেন। আমি বলেছিলাম এই এলাকায় কোনো কাঁচা রাস্তা থাকবে না। করোনার কারণে দুই একটা রাস্তা কাঁচা থাকতে পারে। বছর শেষে এগুলো ঠিক হয়ে যাবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102