শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন

থানা পুলিশের কার্যক্রম পরিদর্শনে সেনাবাহিনী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা পরিদর্শন করেছেন লে.কর্ণেল আতিকুর রহমান ও সেনা সদস্যরা। এসময় থানা পুলিশের কার্যক্রম ও চলমান পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা জানান তিনি।
বৃহস্পতিবার (১৫ আগস্ট)সকাল থেকে জেলার বেশ কয়েকটি থানা পরিদর্শন করেন সেনাবাহিনীর  সদস্যরা। দুপুর ১:৪৫ মিনিটে বন্দর থানা পরিদর্শনে আসেন ৭ ফিল্ড রেজিমেন্টের (আর্টিলারী) অধিনায়ক লে.কর্ণেল আতিকুর রহমান। এসময় সঙ্গে ছিলেন মেজর আশরাফ ও মেজর আরমিন রাব্বি সহ সেনা সদস্যরা।
পরিদর্শন কালে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা সহ অন্যান্য অফিসার ফোর্সের সঙ্গে কথা বলেন এবং পুলিশি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এর আগে নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানা পরিদর্শন করেন সেনা সদস্যরা। এসময় ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বন্দর প্রেস ক্লাবের নেতা মাহফুজ আলম জাহিদ তাঁদের সঙ্গে ছিলেন।
পুলিশের মনোবল ফিরিয়ে আনতে জনসাধারণকে কাঙ্ক্ষিত সেবা প্রদানের মাধ্যমে আস্থা অর্জন করতে হবে বলে জানান লে.কর্ণেল আতিক। ইতিমধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে উল্লেখ করে তিনি সকলের সমন্বিত প্রচেষ্টায় দ্রুতই সবকিছু আরও স্বাভাবিক হবে বলে জানান।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102