শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে আসছে নতুন ৮ জোড়া ট্রেন

নগর প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

২৬ মার্চ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যুক্ত হচ্ছে নতুন ৮ জোড়া ট্রেন। সোমবার (১৭ মার্চ) জেলা প্রশাসনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৬ মার্চ ২০২৫ থেকে ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা রুটে ৮ জোড়া নতুন ট্রেন চালু করা হবে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা’র বিশেষ অনুরোধে এবং বাংলাদেশ রেলওয়ের সার্বিক তত্ত্বাবধানে এই ট্রেন সার্ভিস চালু করা হচ্ছে।

ট্রেনটি ২৬ মার্চ সকাল ১১ টায় ঢাকা থেকে ছেড়ে আনুমানিক ১১ টা ৫০ মিনিটে নারায়ণগঞ্জ পৌঁছাবে এবং পরবর্তীতে যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ ত্যাগ করবে।

এই উদ্যোগ নারায়ণগঞ্জবাসীর জন্য দ্রুত, নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, নারায়ণগঞ্জ ও ঢাকার মধ্যে যাত্রীদের যাতায়াত আরও সহজ করবে।

মেট্রোরেলের আদলে তৈরি এসব ট্রেন আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন হবে এবং উন্নত সেবার মানদণ্ড বজায় রেখে পরিচালিত হবে।

দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন নাগরিক ও সামাজিক সংগঠন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আরও বেশি জোড়া ট্রেন সার্ভিস চালুর দাবি জানিয়ে আসছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102