রূপগঞ্জে ট্রাকের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় প্রাইভেটকারের চালকসহ তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (২১ মার্চ) সকালে এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাকসহ এর চালক শাকিল মিয়াকে আটক করে।
জানা গেছে, রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে ভুলতা গাউছিয়াগামী যাত্রীবাহী একটি প্রাইভেটকার কাঞ্চন সেতুতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। এ ঘটনায় প্রাইভেটকারের চালকসহ তিনজন আহত হন।
ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শফিক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।