আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট না খেলে সাকিব আল হাসান, লিটন দাসদের আইপিএলে খেলতে যাওয়ার কোনো কারণই দেখেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ বিষয়ে আগেই নিজেদের অবস্থান পরিষ্কার করার পর সংবাদমাধ্যমে বারবার একই প্রশ্নের মুখোমুখি হতে হওয়ায় বেশ বিরক্তিই প্রকাশ করলেন বিসিবি বস।
আয়ারল্যান্ডের বিপক্ষে শুক্রবার সিরিজের শেষ টি-টোয়েন্টির ফাঁকে চট্টগ্রামে সংবাদমাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান পাপন। এ সময় সাকিব-লিটনদের আইপিএলের ছাড়পত্র দেওয়া নিয়ে প্রশ্ন করা হয় তাকে। বিসিবি সভাপতি তখন পাল্টা প্রশ্ন করে বসেন, ‘আবার একই প্রশ্ন। কতদিন করবেন এই প্রশ্ন?’
বিসিবি আগেই নিজেদের অবস্থান পরিস্কার করলেও সেই সিদ্ধান্তে বদল আসার গুঞ্জন ছিল। তবে বিসিবি সভাপতি কড়া ভাষায় বললেন, ‘মত বদলেছি মানে? আইপিএল থেকে যখন ওদের নিয়ে জানতে চাওয়া হয়েছিল, ওরা কখন অ্যাভেইলেভেল; আমরা ওদের (আইপিএল কর্তৃপক্ষ) বলেছি। সেই অনুযায়ী ওদের নেওয়া হয়েছে। আমরা সেই অনুযায়ী তাদেরকে ছেড়ে দেব।’
এখানেই থামেননি বিসিবি সভাপতি, ‘এরপর সিদ্ধান্ত যদি কোনোদিন পরিবর্তন হয় তাহলে বিসিবি আপনাদের জানাবে। এটাই আমি বলছি বারবার। আমরা তো কিছু জানাইনি। আপনারা যদি এনওসি দিয়ে থাকেন তাহলে দিতে পারেন। আমরা এখনো দেইনি।’
‘আমরা এর বাইরে কিছু জানি না। একটা কথা বারবার বলতে হয়, প্রতিবার একই কথা বলে যাচ্ছি আপনাদের। এমনও দেখেছি ও শুনেছি, এনওসি নাকি দিয়েই দেওয়া হয়েছে। আশ্চর্য কথা! আমরা জানি না এটাই হলো সমস্যা।’
বিসিবি সভাপতিকে তখন পাল্টা প্রশ্ন করা হয়, তার মানে আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট খেলেই তারপর যাবে তারা (সাকিব-লিটন)? উত্তরে নাজমুল হাসান বলেন, ‘সেটা পরে। এখন পর্যন্ত প্রথম টেস্ট নাও খেলতে পারে। তার মানে তো এই না যে আইপিএল খেলতে যাচ্ছে।’
যোগ করেন, ‘আমি না খেলার কোনো কারণ দেখি না। ইনজুরিতে তো নেই। তাহলে খেলবে না কেন? একটা কারণ তো থাকতে হয় না খেলার পেছনে।’
শুক্রবার থেকে মাঠে গড়িয়েছে আইপিএলের ষোড়শ আসর। এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সে রয়েছেন সাকিব ও লিটন। আরেক বাংলাদেশি মোস্তাফিজুর রহমান খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। বিসিবির লাল বলের চুক্তিতে তিনি নেই। আয়াল্যান্ডের বিপক্ষে ৪ এপ্রিল শুরু হতে যাওয়া টেস্ট ম্যাচের স্কোয়াডে তার না থাকার সম্ভাবনাই বেশি। তাই সাকিব-লিটনের আগেই তিনি আইপিএলে যোগ দিতে পারেন।
এদিকে মেতে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ রয়েছে বাংলাদেশের। সেই সময়ও আইপিএল ছেড়ে চলে আসতে হবে সাকিব, লিটন, মোস্তাফিজদের। এমনটা জানিয়েছিল বিসিবি।