রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

দেওভোগে ১৪ মামলার আসামীকে রগ কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ফতুল্লা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৩৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের দেওভোগে ১৪ মামলার আসামী আফজাল (৪২) কে রাস্তা থেকে তুলে নিয়ে হাত-পায়ের রগ কেটে নৃশংস্বভাবে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। পূর্ব শত্রুতার জের ধরে শীর্ষ  সন্ত্রাসী রাজু প্রধাণ বাহিনী এ হত্যাকান্ড ঘটায় বলে এলাকাবাসী জানিয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১০টায় ফতুল্লা মডেল থানার দেওভোগের হাসেমবাগ এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত আফজাল হোসেন পশ্চিম দেওভোগের বাংলা বাজার প্রধান বাড়ির এবাইদুল হোসেনের ছেলে। সে এলাকাটিতে ইট-বালু সিমেন্টের ব্যবসা করতেন। পুলিশ জানিয়েছে নিহত আফজাল হোসেনের বিরুদ্ধেও ১২/ ১৪টি মামলা রয়েছে।

নিহতের ছোট ভাই মোফাজ্জল হোসেন জানান, মাদক বিক্রি, হত্যাসহ নানা অপকর্মের কারণে দেওভোগের বাংলা বাজার এলাকা থেকে রাজু প্রধানকে তাড়িয়ে ছিল পঞ্চায়েত কমিটি। সেই ক্ষোভে বিভিন্ন সময় হত্যার হুমকি দিয়েছে রাজু প্রধান। আজ আমার ভাই আদালতে মামলার হাজিরা দেওয়ার জন্য রিকশা করে যাচ্ছিলেন। তখন রাজু প্রধান, রাসেল, রাশেদ, শামীম, হিটলার, শতাব্দীর সামনের আমিনসহ ১০ থেকে ১৫ জন রিকশা থেকে নামিয়ে হাত-পায়ের রক কেটে ও কুপিয়ে হত্যা করে।

নিহতের শ্বশুর মো. সেলিম জানান, আমার মেয়েটা বিধবা হয়ে গেছে, ২ নাতী, নাতনী এতিম হয়ে গেছে। আমি আমার মেয়ের জামাতার হত্যাকারীদের ফাঁসি চাই।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজ জানান, আফজাল হোসেনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে আনা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রেজাউল হক বলেন, রাশেদ নামে এক যুবককে কুপিয়ে জখম করেন আফজাল। ওই যুবক বেঁচে গেলেও সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন। আজ সকালে আফজালকে একা পেয়ে কুপিয়ে হত্যা করেছে রাশেদের ভাই রাসেল ও তার লোকজন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আফজালের বিরুদ্ধে থানায় ১৪টি মামলা রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102