সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
রোববার (৩০ এপ্রিল) জোহর নামাজের পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কেন্দ্রীয় কবরস্থানে বড় ভাইয়ের কবর জিয়ারত করতে আসেন শামীম ওসমান।
তিনি দীর্ঘ সময় ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাত করেন।
কবর জিয়ারত শেষে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে দেশবাসীর কাছে বড় ভাইয়ের ও পরিবারের প্রয়াত সদস্যদের জন্য দোয়া চেয়েছেন তিনি।