রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

‘এই শোক শক্তিতে পরিণত হয়ে গেছে’

নগর প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৩৪ বার পড়া হয়েছে

জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ শহরে শোক র‌্যালী করেছে মহানগর ছাত্রলীগ। কমিটি গঠনের কয়েকদিনের মধ্যে বিশাল শোক র‌্যালী আয়োজনের মধ্যদিয়ে সাংগঠনিক শক্তির জানান দিলো নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

সোমবার (১৪ আগষ্ট) সকালে বিপুল সংখ্যক ছাত্রলীগ নেতা-কর্মীর উপস্থিতিতে শহরের চাষাঢ়া এলাকা থেকে শোক র‌্যালীটি শুরু হয়ে দুই নং রেলগেট আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

শোক র‌্যালীতে নেতৃত্ব দিয়েছেন নবগঠিত নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট ও সাধারণ সম্পাদক মোঃ রাসেল প্রধান। র‌্যালীতে মহানগর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

১৪ আগষ্ট সকালে বিশাল শোক র‌্যালীর ছবি দিয়ে নিজের ভেরিফাইড ফেইসবুক আইডিতে একটি পোষ্ট দিয়েছেন নারায়ণগঞ্জে পরিচ্ছন্ন ছাত্রলীগ গঠনের নেপথ্য নায়ক ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের একমাত্র ছেলে ছাত্র ও যুব সমাজের আইকনখ্যাত অয়ন ওসমান। তিনি লিখেছেন, ‘দেখেছি জাতির জনক কে আমাদের বঙ্গবন্ধুকে । না চোখে তো দেখিনি । উপলব্ধি করেছি অন্তর্দৃষ্টি থেকে দেখে । তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল বাঙালির মন থেকে মুছে ফেলার জন্য কিন্তু তাদের কুচক্রান্তকে বিফল করে সৃষ্টিকর্তার আদেশে একটি বাঙালির মনে তৈরি হয়েছিল লক্ষ মুজিব । আর সেই মুজিব হয়েছে অমর, কারণ তাকে আর কেউ হত্যা করার ক্ষমতা রাখে না । তাই সেই কুচক্রীদের সাবধান করে বলতে চাই লক্ষ কোটি বাঙালি এই শোক শক্তিতে পরিণত হয়ে গেছে । সশ্রদ্ধ সালাম, শ্রদ্ধা, সম্মান “আমার জাতির জনক বঙ্গবন্ধু এবং তার শহীদ পরিবারের জন্য”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102