রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১২:৪২ অপরাহ্ন

কাভার্ডভ্যানের চাপায় সিএনজি দুমড়ে-মুচড়ে স্কুলছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, বন্দর
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৮৬ বার পড়া হয়েছে

বন্দরে কাভার্ডভ্যানের চাপায় সিএনজি দুমড়ে-মুচড়ে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত স্কুলছাত্রীর নাম ইশরাত জাহান তানহা (১৭)। এসময় সিএনজিতে থাকা আরও ৪ জন যাত্রী আহত হয়েছেন। তাদের পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে মদনপুর-আড়াইহাজারগামী সড়কের আন্দিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইশরাত জাহান তানহা রূপগঞ্জের মুড়াপাড়া এলাকার ফারুক ভূঁইয়ার মেয়ে। সে শহিতুন্নেসা পাইলট স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজির সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে এক স্কুলছাত্রী মারা যায়। সেই সঙ্গে আরও চারযাত্রী আহত হয়।

কাঁচপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক নওফেল বিন আলম বলেন, ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102