মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি, আমাকে নমিনেশন দিয়েন না: শামীম ওসমান

নগর প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১২১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, যারা এখন নির্বাচন নিয়ে চিন্তা করছেন তারা আওয়ামী লীগ করার যোগ্যতা রাখেন না। আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছি, আমাকে নমিনেশন দিয়েন না। সবাই যেখানে চায় সেখানে আমি বলেছি দিয়েন না। আমাকে অন্যভাবে কাজে লাগান। আমি সারারাত ঘুমাই না। আমি সব খবর পাই। কে কোনদিক দিয়ে আগাচ্ছে সেগুলো জানি। আমি এমপি না হলে কিছুই হবে না। কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে আমার মেয়ে-বউদের ধর্ষণ করবে ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীরা।

বুধবার (১১ অক্টোবর) বিকেলে সোনারগাঁ থানা আওয়ামী লীগের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, পূজার মধ্যে ও পরে তারা (বিএনপি) মরণকামড় দেবে। ১০-১২ দিনের মধ্যে দেশ চরম অস্থিতিশীল করার চেষ্টা করবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে ফিলিস্তিনের চেয়েও খারাপ হবে। বড় ধরনের আঘাত আমাদের মোকাবিলা করতে হবে।১৩ অক্টোবর সমাবেশ ঘিরে আমাদের প্রস্তুতি নিতে হবে। একটি থানার প্রোগ্রাম কতটা বড় ও সফল হয় সেটা নারায়ণগঞ্জবাসী করে দেখাবে। এবার আর বলবো না খেলা হবে। সোনারগাঁ থেকে বলবো ফাটাফাটি হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102