রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

তত্ত্বাবধায়ক সরকার মরে ভূত হয়ে গেছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৪৯৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার মরে ভূত হয়ে গেছে। এ ভূত মাথা থেকে নামান। এই ভুত নামাতে হবে। তত্ত্বাবধায়ক সরকার মরা লাশ। আজিমপুরে দাফন হয়ে গেছে। আর কোন দিন চোখ মেলবেনা। ফখরুল তত্ত্বাবধায়ক বলতে বলতে সব শেষ। আমও যাবে ছালাও যাবে।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধাণ অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন

তিনি বলেন, কালকে দুপুর বেলা মার্কিন রাষ্ট্রদূতের বাসায় গিয়া হাজির মির্জা ফখরুল। বাইরে এসে বলে আওয়ামী লীগের সময় শেষ। ইদানিং ফখরুল বলে আজরাইল নাকি আওয়ামী লীগের জান কবজ করতে চায়। প্রকৃতপক্ষে বিএনপির সময় শেষ। আজরাইল বিএনপি নেতাদের গলাটিপে ধরবে। পিটার হাসের সাথে আলাপ করে বাইরে এসে বলে কারোও সাথে কথা হয়নি। কি মিথ্যাবাদী এ বিএনপি। মিথ্যাচার আর গুজব, দূর্নীতি আর মানুষ খুন এটাই হচ্ছে বিএনপির আসল গুন।

ওবায়দুল কাদের বলেন, নারায়ণগঞ্জের মানুষ ভুল করবেন না। শেখ হাসিনা এ নারায়ণগঞ্জকে অনেক দিয়েছেন। আশা করি নারায়ণগঞ্জবাসী এর প্রতিদান দিবেন। আগামীতে তিনি আরো দিবেন। মির্জা ফখরুল বলেছেন ঢাকাকে অচল করে দিবে। আমরা বলতে চাই দেশের মানুষই আগামীতে বিএনপিকে অচল করে দিবে। এ নারায়ণগঞ্জই যথেষ্ট বিএনপিকে রুখে দিতে। এখানে শামীম ওসমান আছেন। বক্তব্য দিলে পাবলিক শুনতেই থাকে। আজকে আমি আছি দেখে ছোট করে বক্তৃতা দিয়েছে।

তিনি বলেন, জো বাইডেনের দুটি সেলফিতে বিএনপি নেতাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। ভারতে জি সম্মেলন ও আমেরিকাতে নৈশভোজে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফিতে সব পরিস্কার হয়ে গেছে। তাই এখন বিএনপির জ্বালা। পদ্মা সেতু, মেট্রো রেল, চিটাগাংয়ে টানেল, এলিভেটেড এক্সপ্রেস, একদিনে শতাধিক সেতু উদ্বোধনে বিএনপির অন্তঃজ্বালা হয়ে গেছে। বিএনপির সঙ্গে কোন আপোষ নাই। আর কোন সমঝোতা চলবে না। তোমরা জনগণের শত্রু। জনগণের শত্রুর সঙ্গে আওয়ামী লীগ কোন সমঝোতা করবে না।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, খেলা হবে। খেলা হবে। খেলা হবে। এখন কোয়ার্টার ফাইনাল, সামনে সেমিফাইনাল, ফাইনাল হবে জানুয়ারিতে। এবার খেলা হবে তারেক রহমানের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সমাবেশে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নাননক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, নারায়ণগঞ্জ-১ আসনের এমপি এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, যুবলীগ নেতা আহমদ কাউছার প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102