মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

হাসেম ফুডে ৫৪ মৃত্যুর চার্জশীটে নারাজি

আদালত প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৪৩৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড লিমিটেড কারখানায় অগ্নিকা-ে ৫৪ জন নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলার অভিযোগপত্রে মালিকপক্ষের নাম বাদ দেওয়ায় নারাজি দিয়েছেন ভুক্তভোগী কয়েকটি পরিবার। গত সোমবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শামসুর রহমানের আদালতে অভিযোগপত্র গ্রহণের বিষয়ে দ্বিতীয় দিনের শুনানির সময় পরিবারগুলোর পক্ষ থেকে নারাজি দেওয়া হয়।

মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আদালতে দেওয়া অভিযোগপত্রের ব্যাপারে শুনানি হলে ভুক্তভোগী তিনটি পরিবার উপস্থিত হয়ে নারাজি দেন। অভিযোগপত্রে মামলার প্রধান আসামি কারখানার মালিক ও তার ছেলেদের বাদ দেওয়ায় নারাজি দেন তারা। আদালত এ ব্যাপারে অধিকতর শুনানির জন্য আগামী ২০ নভেম্বর তারিখ ধার্য করেছেন।

এরআগে ৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয় তদন্তকারী সংস্থা সিআইডি। এ বিষয়ে ১১ সেপ্টেম্বর শুনানি হলে আদালত ওইদিন অভিযোগপত্র গ্রহণ না করে ১৬ অক্টোবরের তারিখ ধার্য করেন আদালত।

উল্লেখ্য, ২০২১ সালের ৮ জুলাই বিকালে রুপগঞ্জের হাসেম ফুড কারখানায় ভয়াবহ অগ্নিকা-ে ৫৪ জন কর্মচারী ও শ্রমিক মারা যায়। মৃতদের মধ্যে অনেকেই ছিলেন শিশু। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হাসেম ফুড লিমিটেডের মালিক আবুল হাশেম ও তার চার ছেলেসহ আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার দুই বছরেরও বেশি সময় পর তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক মোকছেদুর রহমান আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে কোম্পানির মালিক ও তার চার ছেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি উল্লেখ করে তাদের অব্যাহতি দেওয়া হয়। ১৩ পৃষ্ঠার ওই অভিযোগপত্রে কারখানার মূল নকশা না মানা, শর্ত ভঙ্গ করে অন্য পণ্য উৎপাদন, অনুমতি ছাড়া কারখানা সম্প্রসারণ, অগ্নিনির্বাপণে পর্যাপ্ত ব্যবস্থা না রাখাসহ নানা ধরনের অনিয়ম পাওয়ার কথা উল্লেখ করেছে সিআইডি।

অভিযোগপত্রে কারখানার চার কর্মকর্তা এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের দুই পরিদর্শককে আসামি করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102