শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন

আসল পুলিশের হাতে `ভূয়া পুলিশ’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বন্দর
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ২৯৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে খেলনা পিস্তল, পুলিশের পোশাক, ওয়াকিটকি ও হেলমেটসহ ফরহাদ হোসেন শুভ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় লক্ষণখোলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ভূয়া পুলিশ ফরহাদ গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার কওনিয়া গ্রামের আব্দুল মিয়ার ছেলে। বর্তমানে সে রাজারবাগ পুলিশ লাইনে মেসবয় হিসেবে কর্মরত আছে বলে পুলিশকে জানিয়েছে।

বন্দর পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেজাউল করিম বলেন, রাজারবাগ পুলিশ লাইনের মেসবয় ফরহাদ হোসেন শুভ বিভিন্ন সময়ে পুলিশ অফিসার পরিচয়ে বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলতো। তাদের ফোন নাম্বার নিয়ে প্রশাসনিক চাকুরী দেয়ার প্রলোভন দেখাতো। অনেকের কাছ থেকে সুবিধা গ্রহণ করতো। মঙ্গলবার লক্ষনখোলা এলাকাবাসীর সন্দেহ হলে তারা বন্দর ফাঁড়ী পুলিশকে অবগত করে। পরে বন্দর ফাঁড়ীর ইন্সপেক্টর রেজাউল করিম তাকে আটক করে।

তিনি আরও বলেন, তার কাছে খেলনা পিস্তলসহ পুলিশের ইউনিফর্ম, হেলমেট, ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। তবে তার সাথে একটি চক্র থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। তদন্তের স্বার্থে পরে জানানো হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102