শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন

প্রথমবারের মতো নগর ভবনে শামীম ওসমান

নগর প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৪৫ বার পড়া হয়েছে

প্রথমবারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নগর ভবন) পা রাখলেন আলোচিত সংসদ সদস্য শামীম ওসমান। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর এই সিটি কর্পোরেশন প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকায় ছিলেন তিনি। ২০১১ সালের মে মাসে তিন পৌরসভার সমন্বয়ে সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর প্রথম নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শামীম ওসমানকে ঠেকাতে কয়েক ঘন্টা আগে বিএনপির প্রার্থীকে বসিয়ে দেয়া হয়। ফলে নির্বাচিত হন সতন্ত্র প্রার্থী সেলিনা হায়াত আইভী। এরপর আর নগর ভবনে যাননি শামীম ওসমান।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে প্রধাণমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে সিটি কর্পোরেশনের ১০টি প্রকল্প উদ্বোধন করেন। এ উপলক্ষে নগর ভবনের অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে সিটি করপোরেশন। প্রথমবারের মতো এ উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত করা হয় নারায়ণগঞ্জের পাঁচজন সংসদ সদস্যসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে। তবে সবচে বেশী জল্পনা-কল্পনা ছিলো শামীম ওসমানকে নিয়ে। সকাল সাড়ে ৯টায় নগর ভবনের অডিটরিয়ামে উপস্থিত হন শামীম ওসমান। এসময় বিপুল সংখ্যক নেতা-কর্মী অভ্যর্থনা জানান। সিটি মেয়র আইভী তাকে অডিটরিয়ামে আসার আমন্ত্রণ জানান। এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। অডিটরিয়ামের নির্ধারিত আসনের সামনে সারিতে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ডান পাশে বসেন সেলিম ওসমান ও শামীম ওসমান। তবে সেলিম ওসমানের সঙ্গে আইভীর কথোপকথন হলেও শামীম ওসমান আইভীর মধ্যে কথা বলতে দেখা যায়নি।

প্রথমবারের মতো শামীম ওসমানের নগরভবনে যাওয়ার বিষয়টি উদ্বোধনী অনুষ্ঠানের চেয়ে বেশি আলোচনায় উঠে আসে। প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্তি ঘোষণার পর নগবর ভবনের অভ্যন্তরে নাসিক মেয়র ও নারায়ণগঞ্জের ৪ এমপি প্রধানমন্ত্রীর পক্ষে শান্তির পায়রা কবুতর উড়িয়ে প্রকল্পগুলোর নাম ফলক উম্মোচন করেন। প্রকল্পগুলো হলো: নতুন নগর ভবন, শেখ রাসেল পার্ক, পাইকপাড়া মিউচুয়াল ক্লাব, বাবুরাইল খাল, সিদ্ধিরগঞ্জ খাল, পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ, আলী আহাম্মদ চুনকা সিটি পাঠাগার ও মিলনায়তন, কলরব কিন্ডারগার্টেন স্কুল, সিটি ওয়েলফেয়ার মাঠ ও শিশু পার্ক এবং সোনাকান্দা খেলার মাঠ।

উল্লেখ্য, ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে এমপি শামীম ওসমানের সঙ্গে বিরোধে জড়ান মেয়র সেলিনা হায়ত আইভী। এরপর বিভিন্ন সময়ে সেই বিরোধ প্রবল আকার ধারন করে। জেলার গন্ডি পেরিয়ে দেশ-বিদেশে আলোচিত হয় দুজনের বিরোধ। ২০২২ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভীকে একত্রে একমঞ্চে বসানোর চেষ্টা করেছিলেন নির্বাচনের দায়িত্বে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সেই উদ্যোগ ব্যর্থ হলেও নির্বাচনের কয়েকদিন আগে সংবাদ সম্মেলন করে নৌকার বিপুল বিজয় হবে ঘোষনা দিয়ে নেতা-কর্মীদের মাঠে নামান শামীম ওসমান। নির্বাচনের পর জাতীয় সংসদে খোদ প্রধাণমন্ত্রী শেখ হাসিনা সিটি নির্বাচনে জয়লাভের কৃতিত্ব দেন শামীম ওসমানকে। এরপর জেলা আওয়ামী লীগের সম্মেলনে দুজনকে পাশাপাশি বসতে দেখা গেলেও কোন কথা হয়নি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102